এবার রণবীরের বিরুদ্ধে মামলা!
গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীর সিং এর নগ্ন ছবি ভাইরাল হয়। যা ইতিমধ্যে জন্ম দিয়েছে নানা আলোচনার। এবার রণবীরের বিরুদ্ধে মামলা!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর থেকে মানুষ এটিকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়াচ্ছেন। বেশির ভাগ মানুষই এটি নিয়ে বিভিন্ন বিষয় শেয়ার দিচ্ছেন। অধিকাংশ নেটিজেনই এটিকে নেতিবাচকভাবে নিয়েছেন।
এবার রণবীরকে আইনের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। একজন নারী আইনজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন রণবীরের বিরুদ্ধে মামলা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে চেম্বুর নামক একটি থানায় এই মামলাটি জমা পড়েছে। মামলায় মেয়েটির দাবি ছবিটির মাধ্যমে রণবীর নারীদের অনুভূতি, মূল্যবোধে আঘাত দিয়েছেন। এটি অশ্লীল ফটোশুট।
ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং আইটি আইনের ৬৭(এ) ধারা অনুসারে রণবীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রণবীর ম্যাগজিনের কভার শুটের জন্য ফটোশুটটি করেন। এই ছবিটি রবার্ট রেন্ডলসকে শ্রদ্ধা জানিয়ে তুলেছেন রণবীর। আর তার মতোই অঙ্গভঙ্গি দেয়ার চেষ্টা করেছেন রণবীর।
রণবীর আগে থেকেই বিভিন্ন পোশাক-পরিচচ্ছদের জন্য সমালোচিত। এই অভিনেতার কাছে এই বিষয়গুলো স্বাভাবিক!
#আরও পড়ুন: তবে কি শাহরুখ, সালমান, আমির এক সিনেমায়?