বিনোদন জগৎ

যে দেশে ঘুরতে গেলেই মিলবে নগদ টাকা

ঘুরতে কে না ভালোবাসে। ঘুরতে গিয়ে যদি টাকা মিলে তাহলে তো এর থেকে খুশির আর কিছু নেই। কোথাও ভ্রমণে যাওয়া মানেই হাজারটা খরচের হিসাব। তবে মজার ব্যাপার হচ্ছে, তাইওয়ানে ভ্রমণে গেলে উল্টো আপনাকেই দেওয়া হবে নগদ টাকা! পর্যটক আকর্ষণ করতে ব্যতিক্রমী এই ঘোষণা দিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবেন এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসলে।

এছাড়া দল নিয়ে তাইওয়ান ভ্রমণে গেলেও পর্যটকদের নগদ অর্থ দেওয়া হবে। পর্যটক আকর্ষণে উচ্চাভিলাষী এ পরিকল্পনা হাতে নিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাইওয়ানের সরকারপ্রধান চেন চিয়েন-জেন ঘোষণা দেন, ২০২৩ সালে ৬০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ। ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা এক কোটিতে নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এর আগে তাইওয়ানের যোগাযোগমন্ত্রী ওয়াং কুয়ো-সাই বলেছিলেন, তাইওয়ানে আসা পর্যটকদের ডিজিটাল মাধ্যমে নগদ প্রণোদনার অর্থ দেওয়া হবে। অবশ্য এ অর্থ তাইওয়ানেই খরচ করতে হবে।

আরো পড়ুনঃ যে গ্রামের সবাই যখন-তখন যেখানে-সেখানে ঘুমিয়ে পড়ে

পর্যটকরা তাইওয়ানে ঘুরতে গিয়ে থাকা খাওয়া বা পরিবহন খরচের ক্ষেত্রে এ অর্থ ব্যবহার করতে পারবেন। তবে কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেওয়া হবে ও কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ান সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি। তাইওয়ান পর্যটন ব্যুরোর দেওয়া হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৯ লাখেরও কম পর্যটক তাইওয়ান ভ্রমণ করেন।

বেশির ভাগ পর্যটক ছিলেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের। অথচ ২০১৯ সালে এ দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন, ১ কোটি ১৮ লাখ পর্যটক। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৭ শতাংশ বেশি ছিল। কিন্তু ২০২০ সালের শুরুতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে তাইওয়ান নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। ২০২২ সালে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিলেও প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসেননি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।