জাতীয়সন্দেশ

সার বিক্রির সময় করা যাবে না লাইন!

কারসাজি রোধে সার বিক্রির সময় লাইন না করতে আদেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে ভার্চুয়াল এই বৈঠকে ‘সার্বিক সার ও সেচ পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক আলোচনা’ সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়। কৃষিসচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কৃষককে লাইনে দাঁড় করিয়ে সার বিক্রি না করতে, রশিদ ছাড়া সার বিক্রি না করা সহ বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

সার নিয়ে কৃষকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কৃষিসচিব সায়েদুল ইসলাম বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত আছে। গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না।

আরও পড়ুন# আরও ১৬ টাকা দাম বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের!

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) বলাই কৃষ্ণ হাজরা, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) রবীন্দ্র বড়ুয়া, বিএডিসির চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বিসিআইসির চেয়ারম্যান, সব জেলা প্রশাসক, সারাদেশের মাঠপর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় সার বিক্রির সময় কারসাজি রোধে মাঠপর্যায়ের কর্মকর্তা ও মাঠকর্মীদের ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া হয়। রশিদ ছাড়া যেন সার বিক্রি না হয় তা নিশ্চিত করার ব্যপারে জোর দেওয়া হয়েছে। এছাড়াও ডিলার ও খুচরা বিক্রেতার দোকানে লালসালুতে বা ডিজিটালি সারের মূল্য তালিকা টাঙিয়ে রাখা নিশ্চিত করার উপরেও জোর দেওয়া হয়। খুচরা বিক্রেতাদের কাছে সার সরবরাহ নিশ্চিত করা, কৃষককে যেন লাইনে দাঁড়িয়ে স্লিপ দিয়ে সার কিনতে না হয়, তা নিশ্চিতের নির্দেশনাও দেওয়া হয়।

এছাড়া প্রতিটি ডিলারের গুদাম পরিদর্শন করে সারের অ্যারাইভাল নিশ্চিত ও ট্রাক চালানের সঙ্গে তা যাচাই করে দেখা, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে কৃষি বিভাগ নিবিড় যোগাযোগ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশনাও দেওয়া হয়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।