আন্তর্জাতিকসন্দেশ

ইউক্রেনের একটি বাঁধে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, বন্যার আশঙ্কা!

ইউক্রেনের একটি বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। এতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। জানা গেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিভিরিহ শহরে বড়ো একটি বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় ওই অঞ্চলে বন্যার আশঙ্কায় শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ক্রিভিরিহ শহরের মেয়র ওলেকসান্দর ভিলকুল জানান, ঝুঁকির কথা বিবেচনায় রেখে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের দাবি সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে রাশিয়া। বাঁধে হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন।

হামলার শিকার ক্রিভিরিহ শহরেই প্রেসিডেন্ট জেলেনস্কির জন্ম। বুধবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে গিয়ে দূর থেকে ক্ষতি করার চেষ্টা করছে দুর্বৃত্তরা।’

আরও পড়ুন# ভারতীয় সেনাদের প্রেমের ফাঁদে ফেলে তথ্য হাতিয়ে নিচ্ছে পাকিস্তানি গুপ্তচরেরা!

এদিকে ক্রিভরিহ শহরের বাঁধে গতকালের ওই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মস্কো। তবে গত সপ্তাহের শেষে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্যুৎকেন্দ্রে হামলার কথা স্বীকার করেছে মস্কো।

এ বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখনো দেশটির এক-পঞ্চমাংশ রুশ সেনাদের দখলে রয়েছে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশের সেনারা চলতি সেপ্টেম্বর মাসেই রাশিয়ার দখলে থাকা ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। ইউক্রেনের সেনাদের পাল্টা হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।