প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

স্ন্যাপচ্যাটের ওয়েব সংস্করণ এবার সবার জন্য উন্মুক্ত হলো!

স্ন্যাপচ্যাটের ওয়েব সংস্করণ এখন হতে সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হলো। এতদিন ধরে এই সেবা ও সুবিধা পেতেন কেবলমাত্র পেইড গ্রাহকরা।

গত জুলাই মাসে স্ন্যাপচ্যাট নতুন ওয়েব অ্যাপ চালুর ঘোষণা দিয়েছিল। যেটি ছিল মোবাইল সংস্করণের বাইরে এই প্ল্যাটফর্মটির প্রথম সেবা। এবার সেই সেবাটিই সবাইকে উন্মুক্ত করে দিলো এই স্ন্যাপচ্যাট।

কোম্পানিটি ১৫ সেপ্টেম্বর শরতের জন্য বেশ কয়েকটি ফিচারের সাথে ওয়েব সসংস্করণ নিয়েও ঘোষণা দিলো।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাট ওয়েবে ডিভাইসের ‘কনভারসেশন সিংকিং’ ব্যবস্থার মাধ্যমে অন্যদের সাথে চ্যাটিং ও ভিডিয়ো কল করতে পারবে।

আরও পড়ুন# হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করবেন?

এই বিষয়ে জুলাইয়ে ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ন্যাপের মেসেজিং পণ্য প্রধান নাথান বয়েড বলেন, স্ন্যাপচ্যাটের ওয়েব সংস্করণ কোম্পানির জন্য একটি ‘অপূর্ণ সুযোগ’ ছিল।

স্ন্যাপচ্যাটের এই সংস্করণটি একই উইন্ডোতে বন্ধুদের সঙ্গে চ্যাট ও ভিডিও কলের জন্য ব্যবহারকারীকে তুলনামূলক বেশি জায়গা দেয়। কোম্পানিটি গত জুলাইয়ে জানিয়েছিল, এই সেবার মাধ্যমে প্রতি মাসে ১০ কোটি গ্রাহক চ্যাট ও কল করেন। তাদের ভাষ্যমতে, ব্যবহারকারীরা এই অ্যাপটি বন্ধ করার ঠিক আগে ভিডিও কল করেন।

তবে, এই ওয়েব সংস্করণটি প্রাথমিকভাবে এসেছিল স্ন্যাপচ্যাট প্লাস গ্রাহকদের জন্য। যারা নানা আগ্রিম ও এক্সক্লুসিভ ফিচারে প্রবেশের অধিকার পেত অর্থের বিনিময়ে।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপের অর্থ আয়ের নতুন উপায় এই পেইড সেবা। এরইমধ্যে সাফল্যের ইঙ্গিত মিলেছে সেবাটি থেকে। প্রথম ছয় সপ্তাহে সেবাটিতে যোগ দিয়েছে ১০ লাখের বেশি ব্যবহারকারী।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।