ধর্ম

দৃষ্টিশক্তি ভালো রাখার দোয়া

মহান আল্লাহ তায়ালা মানুষকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করেছে। মানুষের দেহের প্রত্যেকটি অঙ্গ -প্রতঙ্গ খুব গুরুত্বপূর্ণ। মানুষের পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্য একটি হলো চোখ। আর মানুষের এই চোখে নানা কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে। চোখের এ সব সমস্যা ও দৃষ্টিশক্তি ফিরে পেতে রয়েছে কুরআন ও হাদিসের আমল। তা থেকে নিম্নে কিছু তুলে ধরা হলো-

اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنْ شَرِّ بَصَرِىْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি বাসারি।
অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় চাই।

তাছাড়া হাদিস অনুযায়ী বলা যায়, আবদুর রহমান বিন আবূ বাকর (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন,
আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি:

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

“হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার শ্রবণ শক্তি ভালো রাখুন । হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তি ভালো রাখুন। আপনি ছাড়া কোন ইলাহ নাই।” তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ বাক্যগুলো দ্বারা দু‘আ করতে শুনেছি। সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি।(সুনানে আবু দাউদ, ৫০৯০)

আরো পড়ুনঃ হজ্জ পালনের যত নিয়মকানুন

প্রত্যেক মানুষ নিয়মিত এই আমল গুলা করলে আল্লাহর রহমতে তার চোখের সকল প্রকার রোগ চলে যাবে ইনশাআল্লাহ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।