জাতীয়সন্দেশ

পোশাক পরিবর্তনের ভিডিয়ো ধারণ করে স্কুলছাত্রীকে ব্ল্যাকমেইল, এক যুবক আটক!

সম্প্রতি জামালপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা মারুফ নামক এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (১০ সেপ্টেম্বর) মাঝরাতে উপজেলার বামুনপাড়া বিট পুলিশিং কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান এ আদেশ দেন।

জানা যায়, মারুফ মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের আমেত্তি মধ্যপাড়া গ্রাম বাসিন্দা। তার বাবা মৃত মনোহর। মারুফ তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সাইফুল নামক আরেক যুবকের সহায়তায় শনিবার রাতে তিরুথা বটতলা এলাকায় ওই স্কুল ছাত্রীর পোশাক পরিবর্তনের ভিডিয়ো ধারণ করে।

এরপর ওই স্কুল ছাত্রীকে ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়ার হুমকি দেয় এবং ফোনে নানা ধরনের অশ্লীল কথাবার্তা বলতে থাকে মারুফ। স্কুলছাত্রীকে তার সাথে দেখা করার জন্য জোর করে। বিষয়টি স্কুল ছাত্রী পুলিশকে জানায়। তখন পুলিশ মারুফকে ধরার ফাঁদ পাতে।

আরও পড়ুন# পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে ১৬ কেজির কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি!

মারুফের শর্ত অনুসারে ওই স্কুল ছাত্রী তার সাথে দেখা করতে যায় এবং সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অটোরিকশায় তোলার সময় পুলিশ মারুফকে আটক করে। অন্যরা দৌড়ে পালিয়ে যান।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লিটুস লরেন্স চিরান বলেন— মারুফ নিজের দোষ শিকার করে নেওয়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।