ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপযাত্রা নিয়ে বিরক্ত সাবেক অধিনায়ক!

সাধারণত বিশ্বকাপে অংশ নেয়ার আগে সবসময়ই সংবাদ সম্মেলনে টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের পরিকল্পনার কথা জানান অধিনায়ক ও কোচরা। ফটোসেশন হয় বিশ্বকাপের জার্সিতে। এমনটাই রীতি থাকে অংশগ্রহণকারী দেশগুলোর। বাংলাদেশেও কখনো এর ব্যতিক্রম হয়নি। কিন্তু এবার যেন সবকিছুই ভিন্ন। হচ্ছে না তেমন কিছুই।

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে শুরু হবে সিরিজটি। এই সিরিজের পর বিশ্বকাপ খেলতে সরাসরি অস্ট্রেলিয়াতে যাবে বাংলাদেশ।

এই সময়ের মধ্যে আর দেশে আসবে না ক্রিকেট দল। নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ হয়ে আবার অস্ট্রেলিয়ায় যাওয়ার মতো পর্যাপ্ত সময় পাবে না টাইগাররা। অন্যদিকে অধিনায়ক সাকিব আল হাসান অনেক আগেই সিপিএল খেলতে চলে যাওয়ায় নিউজিল্যান্ড সফরের আগেও তেমন কিছু করার সুযোগ ছিল না।

আর এই গোটা বিষয়টাতেই ক্ষেপেছেন বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার ও টাইগারদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে সাবেক এই অধিনায়ক এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি মনে করেন, দেশের মানুষ জানতেই পারছে না বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য কী।

আরও পড়ুন: এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব!

ফেসবুক পোস্টে বুলবুল লিখেছেন, ‘নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ, ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না। সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেও দেশ ছেড়েছে বাংলাদেশ।

কিন্তু এমন বড়ো আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেওয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারল না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী। সবচেয়ে বড়ো কথা দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয়, সেটাও নিতে দেখলাম না।’

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক যে ফটো সেশনের সুযোগ ছিল, যে ফটো সেশন বিশ্বকাপ যাত্রারই একটা বড়ো অংশ; সেটার অংশ তারা হতে পারল না।’

তবে সবশেষে টাইগারদের জন্য শুভকামনা রেখে তিনি বলেন, ‘তারপরও বলব মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।