ক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপে যে দলটা খেলবে তা কন্টিনিউ করবে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত: পাপন

গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সাকিব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত সিরিজে আফিফ-মিরাজদের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। সেই সঙ্গে বিশ্বকাপে ওপেনিং স্লট নিয়েও আশাবাদী বিসিবি বস। এছাড়াও, আসন্ন বিশ্বকাপ যারা খেলবে তাদের নিয়ে পরের বিশ্বকাপ পর্যন্ত বিসিবির পরিকল্পনার কথাও জানান তিনি। বিসিবি বসের বিশ্বাস, অস্ট্রেলিয়ার কন্ডিশন কঠিন হলেও ক্রিকেটাররা হতাশ করবে না।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র দুই সপ্তাহ। এর আগে নিজেদের প্রস্তুত করতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। সিরিজে আফিফ-মিরাজ-সোহানদের নিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে কিছুটা স্বস্তি ফেরে টাইগার শিবিরে। বিশ্বকাপের আগে এমন জয় দলের ক্রিকেটারদের বাড়তি আত্নবিশ্বাস যোগাবে বলে মনে করেন বিসিবি সভাপতি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ক্রিকেটে নিয়োগ পেলেন বাংলাদেশের নওশের!

নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব ছাড়াও বেশ কিছু খেলোয়াড়ের খেলা আমার ভালো লেগেছে। মেহেদী হাসান মিরাজ কোনো না কোনো অবস্থায় নিজের অবস্থান জানান দিয়েছে। হয়তো ব্যাটিংয়ে, না হয় বোলিংয়ে, অথবা ফিল্ডিংয়ে।’

এবারের বিশ্বকাপের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। তাছাড়া জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারের অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার মাঠে খেলার। তবে এই বিশ্বকাপে যারা খেলবে তাদের নিয়েই পরের বিশ্বকাপ পর্যন্ত চিন্তা করছে বিসিবি। তামিমের বিকল্প নিয়েও পরিকল্পনা আছে বোর্ডের।

এসব বিষয়ে পাপন বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে আমাদের দলের অনেক খেলোয়াড়ের ধারণাই নাই। বিশ্বকাপে যে দলটা খেলবে তা কন্টিনিউ করবে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘তামিম যেহেতু এখন ছেড়ে দিয়েছে (টি-টোয়েন্টি), কাজেই আমাদের কাছে লেফট হ্যান্ড অপশন এই দুইজনই আছে। তবে এখনও কিন্তু দুইজনকে খেলাচ্ছি না। এই দুই জনের মধ্যে যদি কাউকে খেলাতে হয় অতীতের পারফরম্যান্স দেখে, তাহলে সবাই বলবে সৌম্যকে নিতে। তবে সৌম্য আমাদের দলের সঙ্গে নেই অনেকদিন। আমাদের দল যে কন্ডিশনে খেলতে যাচ্ছে সেখানে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বোলারদের ফেস করার অভিজ্ঞতা আছে শান্তর।’

এদিকে দীর্ঘদিন ধরেই ফর্ম একদমই ভালো যাচ্ছে না মুস্তাফিজের, তবে বিশ্বকাপে ফিজ পুরানো রুপে ফিরবেন বলেও বিশ্বাস করেন বিসিবি সভাপতি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।