অনলাইন শপিং করতে ভালোবাসেন পরী!
সম্প্রতি অনলাইন শপিং নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন জনপ্রিয় নায়িকা পরিমনী। সেখানে তিনি কী করতে ভালোবাসেন তা জানিয়েছেন। খুব শীঘ্রই মা হতে যাচ্ছেন তিনি। তার নিত্যদিনের প্রায় ব্যাপারই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তার ভক্ত ও অনুরাগীদের মাঝে।
কয়েকদিন আগে তিনি তার অনাগত সন্তানের জন্য জামাকাপড় সহ বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্রের ছবি আপলোড করেন। নতুন অতিথির জন্য প্রায়ই কেনাকাটা করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার অনাগত সন্তানের জন্য অনলাইনে বিছানা অর্ডার করেছেন।
আজকে (৪ আগস্ট) তিনি জানিয়েছেন তিনি অনলাইনে শপিং করতে ভীষণ ভালোবাসেন। এ ব্যাপারে একটি পোস্টে তিনি এ ব্যাপারে উল্লেখ করে লিখেন ,
‘প্রেগনেন্সির এই সময়টায় আমি নিজেকে অনেক সময় দিয়েছি নানান ভাবে। নিজের মতো করে নতুন নতুন অনেক কিছু শিখেছি। তার মধ্যে একটি হলো অনলাইন শপিং! কী যে মজা লাগতো শুরুতে আমার।’
আরও পড়ুন# রাস্তায় গড়াগড়ি কেন করছেন শেহনাজ গিল?
তিনি আরও বলেন, ‘প্রথম বার যখন অনলাইনে শপিং করি তখন রাজ শুটিংএ দূর্গাপুর! বাসায় অনেকটাই একা হয়ে গেছিলাম। তখনই একদিন শুরু করে দিলাম অনলাইন শপিং। নানান রকম শপিং!’
তিনি আরও উল্লেখ করেন অনলাইন শপ থেকে তার কেনা অদ্ভুত সব সামগ্রী দেখে বাসার মানুষ প্রায়ই হাসাহাসি করত।
এদিকে অনাগত সন্তানের পোশাক দেখে নেটিজেনরা অনেকেই অনুমান করতে শুরু করেছেন পরীমনি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তানের মা হতে যাচ্ছেন।