ক্যাম্পাসশিক্ষা

অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে রাবিতে ৫ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা!

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে পাঁচ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক হাসান আল মারুফ এ অভিযান পরিচালনা  করেছেন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে অবস্থিত রফিকুল ইসলামের দোকানকে ১০ হাজার, ফয়জুল এণ্ড সন্সকে ১৫ হাজার, হোটেল ব্যবসায়ী মনির, সুমন ও বাবুর দোকানকে যথাক্রমে তিন হাজার টাকা, দুই হাজার টাকা ও দুই  হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন# প্রক্সি দিয়ে জাবিতে দশম স্থান, ভর্তি হতে গিয়ে ধরা পড়ল!

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা নং ৩৭ এবং ধারা নং ৫১ অনুযায়ী এসব জরিমানা করা হয়।

ক্যাম্পাসের বিভিন্ন হোটেল ও দোকানে অস্বাস্থ্যকর খাবার ও মেয়াদোত্তীর্ণ জিনিস বিক্রির অভিযোগ ছিল দীর্ঘদিনের। এরই প্রেক্ষিতে এসব দোকান মনিটরিং করার অংশ হিসেবে এবং খাবারের মান সংরক্ষণ ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষার স্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়েছে।

দোকানগুলোতে খবারের গুণগত মান ঠিক রাখার লক্ষ্যে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো এক হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।