
এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে নানা আলোচনা হয়েছে বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট নিয়ে। দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল সাকিব আল হাসানের হাতে। কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে শ্রীরামকে দেওয়া হয় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাতে। বরং এবারের এশিয়া কাপের ব্যর্থতা আগের চাইতেও বেশি বলা যায়।
এশিয়া কাপ রেশ না কাটতেই দামামা বাজছেটি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে এশিয়া কাপে চরম ব্যর্থতার পর এই টুর্নামেন্টকে ঘিরে তেমন আশাবাদী হতে পারছে না বাংলাদেশি সমর্থকরা। আশাবাদী নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। এশিয়া কাপের আগে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে বিশ্বকাপকে মূল লক্ষ্য বললেও এবার তিনি জানালেন, এই বিশ্বকাপ না বরং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছে বাংলাদেশ।
মিরপুরে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এ বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে।’
আরও পড়ুন: মুশফিকের অবসরে খারাপ লেগেছে পাপনের!
পাপন আরও বলেন, ‘এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাটে সব ঠিক করে দেবে। এতদিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে। নেক্সট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা।’
পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনায় বর্তমান দলে আসবে বেশ কিছু পরিবর্তন। পরীক্ষা-নিরীক্ষা চলবে পুরোদমে। শক্তিশালী দল গঠনের স্বার্থে এসবের সাথে মানিয়ে নেয়ার কথাও জানান তিমি।
বিসিবি সভাপতি বলেন, ‘এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদের মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয়, আমরা হতাশ হব না। আমরা চাই ভালো হোক। ইভেনচুয়েলি ছয় মাস বা সাত মাস কিংবা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড় করানো যায়, তাহলে তো ভালো। মাথায় থাকতে হবে সবকিছুই। আমরা সামনের (পরের) বিশ্বকাপের জন্য সব করছি।’