
ক্রমেই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটকের। তবে সমালোচনাও কম হচ্ছে না হালের বহুল ব্যবহৃত এই অ্যাপের। টিকটকে ভাইরাল হতে গিয়ে অনেকেই যা খুশি তা করে বেড়াচ্ছে, জড়াচ্ছে নানা অপরাধেও। একারণেই মূলত অ্যাপটির ব্যাপক সমালোচনা। বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের কিছু ক্রিকেটারও টিকটক করেন। বিশেষ করে সম্প্রতি সাব্বির রহমানের টিকটক আইডি ভেরিফাই হওয়া নিয়ে প্রচুর সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়াতে। সেই রেশ না কাটতেই এবার টিকটক আইডি খুলেছেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক ভিডিয়ো বার্তায় নিজের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টের খবর জানান হাবিবুল। তবে সাব্বিরের মতো এখনো ভেরিফাই হয়নি তার টিকটক অ্যাকাউন্ট। ভিডিয়ো আপলোড হয়েছে মাত্র দুটি। প্রথম ভিডিয়োতে হাবিবুল বলেছেন, ‘হাই, আমি হাবিবুল বাশার। এটা আমার অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট। এখানে এখন থেকে আপনারা বিভিন্ন কনটেন্ট দেখতে পাবেন। আপনাদের সামনে বিভিন্ন কিছু নিয়ে আমি হাজির হব। আশা করি আপনারা সবাই ফলো করবেন।’
আরও পড়ুন: নাসিমের পর হাসপাতালে পাক ক্রিকেটার হায়দার আলী!
এরপর আজ শনিবার (১ অক্টোবর) দুপুরে আরেকটি ভিডিয়োতে টিকটকের গুণগান গেয়েছেন হাবিবুল। তিনি বলেন, ‘এই ইন্টারনেটের যুগে আমরা আমাদের সন্তানদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখতে পারি না। আমি যেটা করতে চাই, ইন্টারনেট ব্যবহারের সময় যাতে নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থাটা করতে পারি। আমার খুব ভালো লাগছে, টিকটক আমাদের সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে ফ্যামিলি পেয়ারিং ফিচার এনেছে। যাতে আমাদের সন্তানরা নিরাপদে ব্যবহার করতে পারবে।’
দেশের ক্রিকেটে ছেলেদের যখন একের পর এক ব্যর্থতা, বাজে পারফরম্যান্স। ঠিক তখনই দলের নির্বাচক হাবিবুল বাশারের টিকটকের খবরে সোশ্যালমিডিয়াতে যথারীতি শুরু হয়েছে হাস্যরস।