
আজ থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা। আজ ৩০ জুলাই (শনিবার) গুচ্ছভুক্ত ৩২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। এতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।
গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পৃথক পৃথক দিনে পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। এরমধ্যে এ ইউনিটের পরীক্ষা হবে আজ। মানবিক বিভাগ তথা খ ইউনিটের পরীক্ষা হবে আগামী ১৩ আগস্ট এবং আগামী ২০ আগস্ট গ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন# রাবিতে সার্টিফিকেট তোলার ফি দেওয়া যাবে রকেটে
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট ২০ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে পরীক্ষা নিয়েছিল। এ বছর অর্থাৎ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মোট ৩২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ-ভুক্ত হয়ে পরীক্ষা নেবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্তে গতবছর থেকে একক ভর্তি পরীক্ষার এ পদ্ধতি চালু হয়েছে। এর আগের বছরগুলোতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা পরীক্ষা নেওয়ার রীতি চালু ছিল! এতে আবেদন করতে গিয়ে প্রচুর টাকা খরচের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হতো।
শিক্ষার্থীদের এই ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং ঝামেলা কমাতেই গুচ্ছভুক্ত হয়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। পরে শিক্ষা মন্ত্রণালয় তা অনুমোদন দেয়!