মাঠে খেলা দেখতে গিয়ে কতো রকমের অদ্ভুত কাজই তো করেন দর্শকেরা। তবে চুল কাটানোর জন্য আরামদায়ক সেলুন রেখে কেউ নিশ্চয়ই স্টেডিয়ামে যাওয়ার কথা না!
অবিশ্বাস্য হলেও এমনই এক অদ্ভুত কাজ করেছেন ইউএস ওপেন দেখতে যাওয়া দুই দর্শক। খেলা চলাকালীন সময়ে গ্যালারিতে বসে চুল কাটছিলেন তারা। নিক কিরিয়স ও কারেন কাশানভের মধ্যে কোয়ার্টার ফাইনালের খেলা চলাকালীন ঘটনাটি ঘটেছে। ইউএস ওপেনের ইতিহাসে প্রথম বার এই ধরনের কোনও ঘটনা ঘটলো।
আরও পড়ুন: পাকিস্তানের জয় উদযাপনে ছেলের প্রাণ গেল বাবার গুলিতে!
আর্থার অ্যাশ কোর্টে কোয়ার্টার ফাইনাল ম্যাচের মাঝে হঠাৎ জায়ান্ট স্ক্রিনে দেখা যায়, দর্শকদের মধ্যে এক ব্যক্তি চুল কাটার যন্ত্র দিয়ে আর এক জনের চুল কেটে দিচ্ছেন। এই ঘটনার ভিডিয়ো করেন অনেকে। নেটমাধ্যমে সেটা প্রকাশ হয়। কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।
পরে সেই দর্শকদের বের করে দেয় স্টেডিয়াম কতৃপক্ষ। এছাড়া অন্য কোন শাস্তিতে তাদের পড়তে হয়েছে কিনা সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।