অন্যান্য

আগুন লাগলে সঙ্গে সঙ্গে যা করবেন।

সতর্ক থাকার পরেও যদি আ,গুন লেগে যায় তাহলে আমাদের কিছু করণীয় জানা থাকা প্রয়োজন। আজ আমরা জনবো আ,গুন-লাগলে-সঙ্গে-সঙ্গে-যা করণীয়

অনুলিপি ডেস্কঃ আমরা প্রতিদিন নানান কাজে আ,গুন ব্যবহার করে থাকি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রতিদিন নানান কাজে আ,গুন প্রয়োজন। যে আ,গুন ছাড়া মানুষ চলতে পারে না আবার সেই আ,গুনেই মানুষের জীবন কেড়ে নেয়। অনেক সময় আ,গুন লেগে যাওয়ার পর কিছু ভুলের কারণে হতে পারে হতাহতের ঘটনা। কঠিন পরিস্থিতিতে বুদ্ধি খাটানো আরও কঠিন হয়ে যায়। তাই আ,গুন যদি আপনার বাসা বাড়িতে লেগে যায়, তাহলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে মোকাবেলা করতে হবে। যদিও সেই সময় মাথা ঠান্ডা রাখা কঠিন। এ সময় যদি আপনি মাথা ঠাণ্ডা রাখতে না পারেন তাহলে পরবর্তী পদক্ষেপ নিতে আপনার জন্য কঠিন হবে। আর আমাদের সব সময় সতর্ক থাকা উচিত যাতে কোনোভাবে আ,গুন না লাগে। কারণ আগুন লাগা একটি মর্মান্তক দুর্ঘটনা। সতর্ক থাকার পরেও যদি আগুন লেগে যায় তাহলে আমাদের কিছু করণীয় জানা থাকা প্রয়োজন।

মনে রাখবেন আপনার বাসা বাড়িতে যদি আগুন লাগে তাহলে আশেপাশের মানুষ অনেক কথা বলবে, অনেক বুদ্ধি পরামর্শ দিবে। কারো কথা শুনে আপনি বিচলিত না হয়ে আপনি একটু নিজে নিজে চিন্তা করুন। সত্যিই আগুন লেগেছে কিনা। আগুনের পরিমান যদি কম থাকে তাহলে দ্রুত অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে তা নিভিয়ে ফেলুন। সতর্কতার অংশ হিসেবে অগ্নি নির্বাপন যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয় তা শিখে রাখুন। আপনাকে আগে পর্যবেক্ষণ করতে হবে আগুন কি থেকে লেগেছে। যদি বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে আগুন লেগে থাকে। তাহলে তার মধ্যে পানি দিতে যাবেন না। কারণ রাসায়নিক দ্রব্য থেকে আ,গুন লাগলে পানি দিয়ে নিভানো সম্ভব না। আর যদি বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে আ,গুন না লেগে থাকে। তাহলে তো নেভানোর জন্য পানি ব্যবহার করতে পারেন। চতুরদিকে আগুন ছড়িয়ে পড়লে নেভানো সহজ নাও হতে পারে। যত দ্রুত সম্ভব আপনার বাসা বাড়ি ত্যাগ করুন। কেননা আ,গুন ছড়িয়ে পড়লে বের হওয়া সম্ভব নাও হতে পারে।

\আর আমাদের আরেকটি অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারণ জীবনের কাছে শখ কিছুই না। জীবন বেঁচে থাকলে আপনার শখ পূরণ করতে পারবেন। ঘরে যখন আ,গুন লেগে যায় দামি কিছু বাঁচাতে গিয়ে সময়ক্ষেপণ করে ফেলি। যা মোটেও উচিত নয়। নিজের জীবনের চাইতে আর অন্য কিছু দামি হতে পারে না। তাই সবার আগে উচিত আপনার জীবন রক্ষা করা। বাকি সবকিছুই হয়তো ফিরে পাওয়া সম্ভব কিন্তু জীবন একবার গেলে আর ফিরে পাওয়া যাবে না। তাই যথা সম্ভব আপনি এবং আপনার পরিবার নিয়ে দ্রুত নিরাপদে চলে আসুন। পরিস্থিতি মোটেও আপনার অনুকূলে না হলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিন। আপনার আশেপাশের ফায়ার স্টেশনের ফোন নম্বর সংগ্রহ করে রাখুন। প্রয়োজনে জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করুন। আর আপনাদের শরীরে যদি আগুন লেগে যায় ভয়ে দৌড়াবেন না। এতে বাতাসে শরীরের আগুন আরও বাড়তে থাকে। আপনার উচিত শরীরে আগুন লাগলে যত দ্রুত সম্ভব মাটিতে শুয়ে পড়া। দুই হাত দিয়ে মুখ ধরে মাটিতে গড়াগড়ি খাওয়া।

ধোঁয়ার ভেতরে মুখ না ঢেকে বের হতে যাবেন না। হেঁটেও বের হবেন না। যদি পুরো বাড়ি ঘন কালো ধোঁয়ায় ভরে যায় তবে নিচু হয়ে বা হামাগুড়ি দিয়ে অথবা গড়াতে গড়াতে বের হতে হবে। মুখ সম্পূর্ণ ঢেকে ধোঁয়ার নিচ দিয়ে বের হয়ে আসতে হবে। নইলে ধোঁয়ার বিষাক্ত গ্যাস চোখে-মুখে ঢুকে গিয়ে বিপদ বাড়তে পারে। আপনি যেখানে অবস্থান করছেন তার চতুর্দিকে যদি আ,গুন থাকে। চিৎকার না করে ঠান্ডা মাথায় বের হওয়ার চিন্তা করুন। রুমের ভিতর থাকলে ভেজা তোয়ালে বা কাপড় দিয়ে দরজা ও তার আশেপাশের সব ফাঁকা জায়গা ও বাতাস চলাচলের পথ বন্ধ করে দিন। ঘুম থেকে একটু উজ্জ্বল রঙ্গের কাপড় ঝুলিয়ে দিন এবং ভালোভাবে নড়াচড়া করতে থাকুন যাতে অগ্নি নির্বাপন কর্মীরা বুঝতে পারেন আপনি ভেতরে আছেন। আগুন যদি আপনার রান্না ঘরের তেল বা গ্রিজ থেকে সৃষ্টি হয়, তাহলে তার উপর বেকিং সোডা বা লবণ ঢেলে দেওয়ার চেষ্টা করুন। এটা যদি রান্না করার পাত্রে সূত্রপাত হয় তাহলে তা ঢাকনা দিয়ে দ্রুত ঢেকে দিন। জ্বলতে থাকা কড়াইয়ে পানি ঢালবেন না বা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবেন না। আগুন একটু কমে গেলেই বাড়িতে ঢোকার চেষ্টা করবেন না কারণ যে কোন মুহূর্তে আবার অগ্নি বেড়ে যেতে পারে।

আরো পড়ুন: পৃথিবীর সবচেয়ে দামি আম চাষ বাংলাদেশে

আপনি যদি আগুন লেগে আহত হন তৎক্ষণাত কোন ধরনের অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি আমাদের প্রত্যেকের উচিত হঠাৎ যদি আগুন লেগে যায় তার পূর্ব প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখা। দরজা, জানালা, সিঁড়ির অবস্থান ও দ্রুত বেরিয়ে যাওয়ার বিকল্প কোনো রাস্তা আগে থেকেই নির্দিষ্ট করে রাখতে হবে। বাড়ির সবাইকে, অফিসের সহকর্মীদের এ বিষয়ে জানিয়ে রাখুন। বৈদ্যুতিক সুইচ বোর্ড বা মাল্টিপ্লাগের আশপাশে কোন ধরনের কাপড়-চোপড় কাগজপত্র না রাখাই ভালো। কাপড় এবং কাগজে একটু আগুন লাগলেই দ্রুত ছড়িয়ে পড়ে। টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, মুঠোফোন চার্জার ইত্যাদি বৈদ্যুতিক প্লাগে লাগিয়ে রেখে দেবেন না। এগুলোর মধ্যে আপনার যদি কাজ শেষ হয়ে যায় তাহলে প্লাগ খুলে রাখুন। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগলে প্রথমেই মূল সুইচ বন্ধ করে দিন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।