ছেলের অস্ত্রের আঘাতে বাবার মৃ’ত্যু। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আজ দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। বাবা বেলাল হোসেন (৬০), অন্যদিকে অভিযুক্ত ছেলের নাম হেলাল (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হেলাল (২০) প্রেমের সম্পর্ক থাকায় তার বাবার কাছে গিয়ে নিজের পছন্দের একটি মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। মূলত এই নিয়েই বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে হেলাল উত্তেজিত হয়ে ঘরের ভেতর থেকে ধারালো অস্ত্র নিয়ে বাবা বেলাল হোসেনের বুকে কো’প দেয়।
আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাবাকে হত্যা!
বাবা বেলাল হোসেনকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে স্বজনরা তাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) স্থানান্তর করলে পথিমধ্যেই তার মৃ’ত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কু’পিয়ে পালিয়ে যায় হেলাল। ইতোমধ্যেই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।