বিক্রান্ত রোনা: বলিউডকে ছাপিয়ে দক্ষিণী সিনেমার দাপট!
সম্প্রতি (২৮ জুলাই) মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা বিক্রান্ত রোনা। বিক্রান্ত রোনা সিনেমায় অভিনয় করেছেন কন্নড় সিনেমার অত্যন্ত জনপ্রিয় একজন তারকা কিচ্চা সুদীপ ও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
আরও পড়ুন# খাবার নিয়ে এলেন চয়নিকা : আপ্লুত পরীমনি
২০১৬ তে বাহুবলী মুক্তির পর থেকে দক্ষিণ ভারতীয় মুভি ভারতের গন্ডি ছাড়িয়ে বাংলাদেশ সহ আরও অনেক দেশে জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে দক্ষিণ ভারতীয় সিনেমার দাপট বলিউডকে ছাপিয়ে গিয়েছে এটা আরও একবার যেন প্রমাণ করল গত বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত সিনেমা, বিক্রান্ত রোনা।
যেখানে ২০২২ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে মাত্র দুইটি সুপারহিট হয়েছে। তাতে বলা যায় এখন সিনেমাহলগুলো টিকে আছে দক্ষিণ ভারতীয় সিনামার ওপর। মুক্তির মাত্র চারদিনেই বিশ্বজুড়ে বিক্রান্ত রোনা সিনেমাটি আয় করেছে প্রায় ১০০ কোটি রুপি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায় সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে প্রায় ৩৫ কোটি টাকা, যা মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয় করা কন্নড় সিনেমার তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সিনেমাটির বাজেট ছিল ৯৫ কোটি ভারতীয় রুপি। কন্নড় ভাষার এই সিনেমাটি পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায়ও মুক্তি পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিচ্চা সুদীপ ও সাথে জ্যাকুলীন ফার্নান্দেজ।
উল্লেখ্য বিক্রান্ত রোনা সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনুপ ভান্ডারি।