বিয়ে করছেন ক্রিকেটার কে এল. রাহুল ও অভিনেত্রী আথিয়া!

ভারতীয় ক্রিকেটার কে এল. রাহুল। অপরদিকে বলিউড অভিনেত্রী আথিয়া। এর বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি সুনীল শেঠির কন্যা। বিয়ে করছেন ক্রিকেটার কে এল. রাহুল ও অভিনেত্রী আথিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এই জুটি আগামী বছরের শুরুতে বিয়ে করতে যাচ্ছেন। ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে তারা বিয়ে করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এখনও নির্দিষ্ট তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।
তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে রাহুল ও আথিয়ার। যদিও তারা এটিকে স্রেফ বন্ধুত্ব বলে তুলে ধরেছেন এতদিন। তারা দেশে-বিদেশে ঘুরে বেড়িয়েছেন।
সামনে কয়েকটি সিনেমা আসছে আথিয়ার। সিনেমার পাশাপাশি ওয়েবসিরিজেও নাম লিখিয়েছেন আথিয়া।
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ কে এল. রাহুল। স্টাইলিশ এই ক্রিকেটার ইতিমধ্যে আইপিএল ও জাতীয় দলে জনপ্রিয় অবস্থানে রয়েছেন।
গুঞ্জন সত্য হওয়ার ব্যাপারটি সময় বলে দেবে। ভক্তদের মাঝে বিষয়টি নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই।
#আরও পড়ুন: আল্লু অর্জুনের সিনেমার রিমেক করছেন কার্তিক আরিয়ান!