ক্রিকেটখেলাধুলা

বোনের মৃত্যুতে বদলে গেছেন শান মাসুদ!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় শান মাসুদ। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই অভিষেক হওয়ার কথা তার। দেশের প্রতিনিধিত্ব করা নিয়ে গর্ব হলেও কোনো চাপ নিচ্ছেন না তিনি। এই বাঁহাতি ব্যাটারের মতে, মানুষের জীবনে ক্রিকেটের চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে।

এর আগে পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়েছে মাসুদেএ। অবশ্য ২০২১ সালের জানুয়ারির পর আর আন্তর্জাতিক মঞ্চে খেলতে দেখা যায়নি তাকে। এবার তিনি ফিরেছেন টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পাওয়ার মধ্য দিয়ে। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পেয়েছেন এই ব্যাটার। পিএসএল, ভাইটালিটি ব্লাস্ট ও জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি, তারই ফল পেয়েছেন এবার।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ক্রাচিতে এক সংবাদ সম্মেলনে শান জানান নিজেকে সৌভাগ্যবান মনে করার কথা, ‘আমি সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখেছি এবং একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে অভিজ্ঞ হয়ে উঠেছি। জীবনে ক্রিকেটের চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে। তাই আমি যা যা করি, সেসব নিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

আরও পড়ুন: টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম!

এবছরই বোনকে হারিয়েছেন মাসুদ, যিনি ছিলেন তার জন্য খুবই স্পেশাল। এই মৃত্যু পাল্টে দিয়েছে তার জীবনবোধ, ‘আমার বোনের মৃত্যু আমাকে জীবনকে অন্যভাবে দেখতে শিখিয়েছে। আমি এখন অনুভব করি যে আপনার দেশ বা আপনার প্রিয় ইভেন্টের হয়ে খেলার সুযোগ পাওয়া এবং তা থেকে উপার্জন করা খুব দারুণ ব্যাপার, কিন্তু ক্রিকেটে সাফল্য ও ব্যর্থতা ছাড়াও জীবনে আরও অনেক কিছু রয়েছে।’

জাতীয় দলে প্রত্যাবর্তনে নিজেকে নিংড়ে দিতে চান জানিয়ে বলেন, ‘আমি মনে করি, আপনি যখন সুযোগ পান, তখন আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। আর আপনি যদি পারফর্ম করতে না পারেন, তবে শুধু আপনিই দায়ী। আর কেউই না। সফলভাবে প্রত্যাবর্তন করতে না পারলে কাউকে দোষ দেব না। আমি কেবল আমার সেরাটা দিতে পারি, কিন্তু ফল আমার হাতে নেই।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।