
ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আগামী ১৫ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে দেখা যায়, আগামী ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। তবে এবার ঈদে খোলা থাকবে আবাসিক হলসমূহ।
আরও পড়ুন# সশরীরে ক্লাস নেওয়া বন্ধ করল বুয়েট!
শনিবার (২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন# ঢাবির ঘ ইউনিটের ফল প্রস্তুত, প্রকাশ যেকোনো সময়!
তবে অনলাইনে কোন প্রকার ক্লাস ও পরীক্ষা হবে কিনা সে বিষয়ে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বশেষ অফলাইনেই তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করছিল।