চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের ম্যাচে বাংলাদেশ সময় আজ (৮ সেপ্টেম্বর) রাত ১ টায় মাঠে নেমেছিল বার্সেলোনা সহ ১৬ টি দল।
তবে দুই দিনের সব মিলিয়ে হওয়া ষোলোটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি গোল করে ম্যাচ জিতল বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে আজ ৫-১ গোলে ভিক্টোরিয়া প্লেজেনকে হারিয়েছে কাতালুনিয়ার ক্লাবটি।
গত সিজনে চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়ে ইউরোপা লীগে খেলতে হয়েছিল দলটিকে, এবার তেমন কিছু চাচ্ছেন ভক্ত-সমর্থকরা। খেলোয়াড়রাও মরিয়া ভালো কিছু করতে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার পর মালদ্বীপকেও ৫-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা!
ম্যাচ শুরু হওয়ার ১৩ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোলটি করেন এবারের ট্রান্সফার উইন্ডোতে বার্সায় আসা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। এরপর ৩৪, ৪৫+৩ ও ৬৭ মিনিটে স্কোরশিটে তিনটি গোল যোগ করেন বায়ার্ন থেকে বার্সায় পাড়ি জমানো পোলিশ স্ট্রাইকার লেওয়ানডস্কি। এবং ৭১ মিনিটের পঞ্চম গোলটি করেন স্প্যানিশ খেলোয়াড় ফেরান তোরেস। ৪৪ মিনিটে ভিক্টোরিয়ার একমাত্র গোলটি করেন জান সাইকুরা।
কেবলই শুরু হওয়া চ্যাম্পিয়নস লীগের এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করলেন লেওয়ানডস্কিই।
রাতে অনুষ্ঠিত হওয়া সবগুলো ম্যাচের ফলাফল:
ইন্টার মিলান ০-২ বায়ার্ন মিউনিখ,
বার্সেলোনা ৫-১ ভিক্টোরিয়া প্লেজেন,
অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ এফসি পোর্তো,
টটেনহাম হটস্পার ২-০ অলিম্পিক মার্সেইলি,
নাপোলি ৪-১ লিভারপুল
ক্লাব ব্রুজ ১-০ বায়ার লেভারকুসেন।