খবরবিনোদন জগৎ

যুক্তরাষ্ট্রের ওটিটিতে ‘ফরেনার’স অনলি’ নিয়ে নুহাশ!

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনচিত্র সবকিছুতেই মুন্সিয়ানা দেখিয়েছেন নুহাশ হুমায়ূন। তারই সূত্র করে বাংলাদেশের প্রথম নির্মাতা হিসেবে তিনি কাজ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’-তে। তার করা চলচ্চিত্রটির নাম ‘ফরেনারস অনলি’। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তথ্যটি জানান নুহাশ হুমায়ূন।

ফেসবুক পোস্টে নুহাশ লিখেছেন, ‘আমি ভীষণ গর্বিত এমন অসাধারণ একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে। বাংলাদেশে এতো ভালো কন্টেন্ট থাকতে কেনো আমরা বিদেশি সিনেমা কিংবা সিরিজের প্রতি বেশি ঝুঁকছি? আমেরিকায় অনেকেই আমাকে জানান, আমাদের দেশে এখন বিশ্বমানের কাজ হচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, বিনোদন মাধ্যমের এ নতুন জাগরণে এগিয়ে আসতে।’

আরও পড়ুন# আবেগে ইমনকে জড়িয়ে ধরলেন চয়নিকা!

এই বছরের মাঝামাঝিতেই হলিউডের দুই এজেন্সি অ্যানোনিমাস কন্টেন্ট ও ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির (সিএএ) সঙ্গে নুহাশ চুক্তিবদ্ধ হয়েছিলেন। এজেন্সির মাধ্যমেই হুলুর কাজটিতে হাত দিয়েছেন তিনি।

এই চলচ্চিত্রের পরিচালনার সাথে সাথে চিত্রনাট্যও করেছেন নুহাশ। বাংলাদেশি অভিনয়শিল্পীদের নিয়ে বাংলাদেশেই চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হবে। এর মধ্যেই হুলুর কাছে তা পাঠানো হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা। এই চলচ্চিত্রে কারা অভিনয় করেছেন, সেটাও জানতে পারা যাবে আনুষ্ঠানিক ঘোষণার পরই।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রের একটি ফিল্ম ফেস্টিভ্যালে নুহাশ তার কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হন। তার করা শর্টফিল্ম ‘বেস্ট হরর ফিল্ম’ হিসেবে পুরষ্কার পায়। মশারী শিরোনামের শর্টফিল্মটি কানাডায়ও দর্শকপ্রিয় হয়েছিলো। এমনকি এই ফিল্মটি সাউথ ইস্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটি সবার সামনে দেখানো হয়। নুহাশ তার নতুন প্রোজেক্ট ‘হুলু’-র কাজ নিয়ে বেশ খুশী। তিনি ফিল্ম মেকিংয়ে আরো এগিয়ে যেতে চান।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।