খেলাধুলাফুটবল

প্রধানমন্ত্রীর নির্দেশে পাকাঘর পাচ্ছেন রূপনা চাকমার পরিবার!

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষ রূপনা চাকমা। তার পরিবার থাকেন রাঙ্গামাটির নানিয়ারচরের বসবাসের প্রায় অযোগ্য এক জরাজীর্ণ ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাফ বিজয়ী দলের গোলরক্ষক রূপনা চাকমাদের সেই জরাজীর্ণ ঘরটি পাকা বাড়ি করে দেওয়া হবে এবার।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, ‘সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে রূপনা চাকমার ঘরটি নির্মাণের জন্য। এরই মধ্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। বিকেলে এলজিইডি প্রকৌশলী নিয়ে ঘর নির্মাণের বিষয়ে সরেজমিন দেখে আসবেন তিনি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে ঘর করে দিতে পারব।’

আরও পড়ুন: অসুস্থ হয়ে ছাদখোলা বাস থেকে হাসপাতালে ঋতুপর্ণা!

নেপালের দশরথ স্টেডিয়ামে একের পর এক শট থামিয়ে দিয়ে বাংলাদেশের মাথা উঁচু করিয়েছেন যিনি, তার বাড়িতেই ঢুকতে হয় মাথা নিচু করে। বারবার প্রতিপক্ষের গোল আটকে দিতে পারলেও তার বাড়ির ছাদে পড়া বৃষ্টির ফোটা আটকাতে পারেননি কোনোভাবেই।

অদম্য এই রুপনার অর্জনে ভীষণ খুশি সবাই। তাই তো বারবার আলোচনা হচ্ছিলো কেমন মানবেতর জীবন কাটাচ্ছেন তারা সেটা নিয়েও। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে ঠিক হতে যাচ্ছে তাদের ঘরটি। এই নিয়ে ভীষণ খুশি তার পরিবার ও পাহাড়ের লোকেরা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।