খেলাধুলা

যে কারণে ভারতের পাঠ্যবইয়ে বাবর আজমের ছবি

ভারত পাকিস্তান মানেই আলাদা উত্তেজনা। দুইটি দেশের শত্রুতামি একটি নদীর মতই বয়ে চলছে ১৯শতক থেকে। পাকিস্তানি জনপ্রিয় খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছে বিরাট কোহলি। ভারতের জনপ্রিয় খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছে বাবর আজম ভাবনা যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদেরই মন জয় করতে না পারল ঠিক জায়গায় জয় করে নিয়েছেন মাধ্যমিক শিক্ষা পাঠ্য বইয়ে।

একটি প্রতিবেদনের রিপোর্টে জানা যায়, ভারতের শিক্ষা ব্যবস্থায় আই সি এস ই পাঠ্য বইয়ে বাবর আজমকে রাখা হয়েছে। তাছাড়া ভারতের গ্রেট এইট ক্লাসের জায়গা পেয়েছেন বাবর। উক্ত পাঠ্য বইয়ের স্পোর্টস অধ্যায় বিশ্বের সেরা খেলোয়াড় নিয়ে দুটি কলাম রয়েছে। কলাম এ তে যে সকল খেলোয়াড়দের নাম রয়েছে তারা হলো: এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, ক্রিস গেইল, রোহিত।

কালাম বি তে রয়েছে: পাকিস্তানের এই অধিনায়ক। এই কলামে’ববি’ডাকনামে শোভা পেয়েছে বাবরের ছবি। এদিকে বাবরের ছবি ভারতের বইয়ে দেখে শাহরিয়ার ইজাজ নামে একজন বিষয়টি টুইটারে বার্তা পাঠিয়েছেন। ভারতে অষ্টম শ্রেণির আইসিএসই বইয়ে বাবর আজমকে দেখা গেছে।

আরো পড়ুন: বাবর-রিজওয়ানদের ব্যর্থতায় বড়ো জয় সফরকারী ইংল্যান্ডের!

এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানের নাম উজ্জ্বল করছেন বাবর। গত বছর নিজের দেশ পাকিস্তানের স্কুলের পাঠ্যবইয়েও জায়গা করে নেন বাবর। নবম শ্রেণির পদার্থবিজ্ঞান বইয়ে তাঁর কাভার ড্রাইভ অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া পাকিস্তানি অধিনায়ক তার সেরা পারফরমেন্স জন্য আইসিসি ২০২২ সালের সেরা পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফিতে ভূষিত হয়েছেন।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।