ধর্ম

রাসূল (সা.) কে স্বপ্নে দেখার সঠিক আমল

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা মানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ। চরিত্রের দিক দিয়ে যেমন রাসূল (সা.) এর সমাক্ষ কেউ ছিল না তেমনি দৈহিক গঠনের দিক দিয়েও নয়। ফলে পৃথিবীর মহা মানব হিসেবে কেমন ছিল তাঁর দৈহিক সৌন্দর্য এবং গঠন এটা জানার আকাঙ্ক্ষা কম বেশি আমাদের সবার আছে। রাসুল সাঃ বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে আমাকেই দেখল। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো, সে তার দোযখের আসল গ্রহণ কর। (বুখারী:১০০)

অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে আমাকে স্বপ্নে দেখল, শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল। আর শয়তান আমার রূপ ধরতে পারে না। (সহিহ মুসলিম : ২২৬৬)

আরো পড়ুন: নবীজি (সা.) দেখতে কেমন ছিলেন

মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসেন, সবকিছুতে প্রিয়কে অনুকরণ-অনুসরণ করেন, সবসময় তাঁর সাক্ষাতের প্রতীক্ষায় থাকেন, কেবল তিনিই তাঁকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করতে পারেন। সেহিসেবে পূর্ণ ইসলাম পালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল রাসুলুল্লাহ (স.)-কে দেখতে পারেন। রাসূল (সা.) কে স্বপ্নে দেখার জন্য মন থেকে অধিক পরিমাণ দুরুদ শরীফ পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নাতের তরিকা অনুযায়ী নিজেকে সাজাতে হবে। (ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ২/২৩৪)

তাছাড়া আরেকটি পরীক্ষিত আমল রয়েছে তা হল রাত্রে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস পবিত্রতার সহিত তেলাওয়াত করে ঘুমানো। আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা। আল্লাহ প্রত্যেক মুসলমানগণের মনের আশা পূর্ণ করুক। আমিন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।