টিপস এন্ড ট্রিকস

কান এর ভিতর কিছু ঢুকে গেলে তৎক্ষনাৎ যা করণীয়

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কান। কান আমাদের শোনার জন্য শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসাবধানতায় কারণে কানে কোন কিছু ঢুকে যেতে পারে। আমাদের কানে প্রায় সময় মশা বা পোকামাকড় ঢুকে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের কানে পোকামাকড় ঢুকে যাওয়ার প্রবণতা দেখা যায়। চলুন জেনে নেওয়া যাক এমন পরিস্থিতি কি করা দরকার।

কানে যদি মশা, মাছি বা অন্য কোন কিছু ঢুকে যায় তাহলে প্রথমত কানে টর্চ লাইট ফেলুন। কানে লাইট ফেলার সাথে সাথে মশা , মাছি থাকলে আলো ফেলার কারণে দ্রুত বেরিয়ে আসবে। কানে ময়লা আবর্জনা পড়লে লাইটের আলোতে তা দেখা যাবে। তাছাড়া পোকা ঢুকলেই সঙ্গে সঙ্গে অলিভ অয়েল কিংবা নারকেল তেল কয়েক ফোঁটা কানে দিন। এতে পিঁপড়া বা পোকামাকড় মরে যাবে ও ব্যথা কমে যাবে। এরপর চিকিৎসকের কাছে যান। কানের ময়লা আবর্জনা ঢুকলে কটন বাড দিয়ে না খুঁচিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে যান।

আরো পড়ুন: নাক-কান-গলায় কিছু ঢুকে গেলে কী করবেন জেনে রাখুন

কানে যদি কোন ঢোকে তাহলে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে কান পরিষ্কারের কথাও বিশেষজ্ঞরা বলে থাকেন। এক্ষেত্রে পাঁচ থেকে দশ ফোঁটা হাইড্রোজেন পার অক্সাইড কানে ঢেলে ঘাড় কাত করতে হয়। কিছুক্ষণ হালকা করে মাথা ঝাঁকাতে হয়। ধীরে ধীরে কানের ময়লা নরম হয়ে যায়। এরকম দিনে একবার করলেই হয়। বাড়িতে বসে বসে আপনি কাজটি করতে পারেন।

কোনও কিছুই বাড়াবাড়ি ভালো নয়। ঘরোয়া পদ্ধতিতে সব সমস্যার সমাধানও হয় না। কানে ব্যথা বা যন্ত্রণা হলে ঘরোয়া টোটকা না করাই ভালো। সোজা চলে যান নাক-কান, গলা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তিনি যা বলেন সেটাই মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।