অনন্ত জলিলের জন্য দোয়া করলেন ডিপজল!

এবার অনন্ত জলিলের জন্য দোয়া করলেন ডিপজল। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। অসংখ্য সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন লাখো দর্শকের। তার অভিনীত সিনেমায় বিচিত্র সব সংলাপের জন্য তিনি দ্রুতই সবার নজর কাড়েন। সিনেমা ছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বারবার আলোচনায় এসেছেন তিনি। এবার আলোচনায় এলেন অনন্ত জলিলকে দোয়া করে।
আরও পড়ুন# আবেগে পাপমুক্ত ছবি বলে ফেলছি : রাসেল মিয়া
অনন্ত জলিল বর্তমানে একজন সফল ব্যবসায়ী এবং পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেন। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘দিন – দ্য ডে’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই নানা কারনে সিনেমাটি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপজল অনন্ত জলিলের জন্য দোয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই এফডিসি ফিল্মের জন্যই। অনন্ত জলিলের ফিল্ম ভালো ব্যবসা করুক, সে আরও ফিল্ম তৈরি করুক এই দোয়াই করি। ফিল্মে ভালো কাজ করে সে আমাদের ব্যবস্থাও করুক পাশাপাশি। অনন্তর ফিল্মের জন্য দোয়া রইল। সে ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাল্লাহ।’