ক্রিকেটখেলাধুলা

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম!

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে খেলতে চান তামিম ইকবাল। সেই লক্ষ্যে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এক টুইট বার্তায় ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটে নাম লেখানো তারকা ক্রিকেটারদের খবর জানিয়েছে টি-টেন এর টুইটার হ্যান্ডেল। সেখানে আছে নাম রয়েছে তামিম ইকবালেরও।

তামিম ছাড়াও এই তালিকায় আছেন ইংল্যান্ডের জেমস ভিন্স, জেসন রয় ও ডেভিড মালান, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, এবং দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকসরা। আগামী ২৬ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দুর্ঘটনায় মুশফিক, পায়ে লেগেছে ছয় সেলাই!

২০১৭ সাল থেকে আয়োজিত হয়ে আসছে আবুধাবি টি-টেন লিগ। এই ফ্র‍্যাঞ্চাইজি আসরটির আয়োজন করে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। টুর্নামেন্টের প্রথম আসরেই দল পেয়েছিলেন তামিম। সেবার তিনি খেলেছিলেন পাখতুন্সের হয়ে।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে এরই মধ্যে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় অবসর সময় পার করছেন তিনি। বর্তমানে ফিটনেস ট্রেনিংয়ের জন্য দেশের বাইরে আছেন দেশসেরা এই ওপেনার।

টি-টেন লিগের ষষ্ঠ আসরে এবার অংশ নেয়ার কথা ছয়টি দলের। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এবার সরাসরি আইকন হিসেবে খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। আগামী ২৩ নভেম্বর মাঠে গড়াবে টি-টেন লিগ। সবগুলো ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।