খবরবিনোদন জগৎ

দেশের বাইরে মুক্তি পাচ্ছে হাওয়া!

মেজবাউর হক সুমন পরিচালিত প্রথম সিনেমা হাওয়া। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করলেন এই গুণী নির্মাতা। গভীর সমুদ্রে চিত্রায়িত প্রথম বাংলা সিনেমাও এটি। ইতিমধ্যেই হাওয়া সিনেমা বিভিন্ন প্রেক্ষাগৃহে বিপুল পরিমাণে দর্শক টানতে সক্ষম হয়েছে। প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে যাচ্ছে হাউজফুল শো। এমনকি হলিউডের সিনেমা সরিয়ে হাওয়া সিনেমার শো দিতে বাধ্য হয়েছেন সিনেপ্লেক্সের কর্মকর্তারা। অগ্রিম টিকিট বিক্রি করেও দর্শকদের চাপ সামলানো যাচ্ছে না।

এবার দেশের গণ্ডি ছাড়িয়ে হাওয়া এখন দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড দেওয়া তথ্যমতে আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে হাওয়া। ২ সেপ্টেম্বর মুক্তি পাবে কানাডাতেও। দেশের বাইরেও হাওয়া নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে বলেও জানিয়েছেন এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

আরও পড়ুন# ফের বিতর্কের মুখে নাজিফা তুষি, ইন্টারনেটে নিন্দার ঝড়!

উল্লেখ্য, মেজবাউর হক সুমন পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের সিনেমা বাজারে সাফল্য অর্জন করে যাচ্ছে। দেশের মোট ২৪টি হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’। ছবিটি স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় প্রতিদিন চলছে ২৬টি শো, যা সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড বলছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’র প্রতিদিন ১৩টি শো চলছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।