ক্রিকেটখেলাধুলা

সুপার ফোরের লড়াইয়ে ভারত-শ্রীলঙ্কা!

এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। সেকারণে বেশ চাপে রয়েছেন রোহিত, কোহলিরা। ফাইনালে খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচ জেতার কোনো বিকল্প নেই তাদের কাছে।

অন্যদিকে আফগানিস্তানকে সুপার ফোরের প্রথম ম্যাচে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলঙ্কা দল। কাগজে-কলমেও ফাইনালের একটু বেশি কাছাকাছি তারা।

আরো পড়ুন# আইসিসির মাস সেরাদের তালিকায় সিকান্দার রাজা!

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে ভারত-শ্রীলঙ্কা। এই ম্যাচে জিতলে শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত হওয়ার জোরালো সম্ভাবনা থাকবে অন্যদিকে ভারতের কাছে এটি ডু অর ডাই ম্যাচ। তাই আশা করা যায় মাঠের লড়াই হবে হাড্ডাহাড্ডি।

তবে ফর্ম হোক আর পরিসংখ্যান, সবকিছুর বিচারেই লঙ্গানদের চেয়ে এগিয়ে আছে ভারত। দুই দলের মোট ২৫ বারের দেখায় ১৭ বারই জিতেছে রোহিত, কোহলিদের ভারত। গত ফেব্রুয়ারির শেষ দেখাতেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। তাছাড়া ফর্মে ফিরেছেন ভিরাট কোহলি, যা বিপক্ষে থাকা দলের জন্য সবসময়ই বাড়তি চিন্তার কারণ!

তবে শ্রীলঙ্কার জিতার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না। অন্তত এবারের এশিয়া কাপ বিবেচনায় তো কোনোভাবেই না। রান তাড়া করতে নেমে গ্রুপ পর্বে বাংলাদেশ এবং সুপার ফোরে আফগানিস্তানকে যেভাবে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে তাদের আত্মবিশ্বাস যে চরমে থাকবে তা সহজেই অনুমেয়।

এমনই সব হিসেব-নিকেশের পালা চুকবে রাত আটটায় শুরু হতে ম্যাচে। তাই উপভোগ্য ম্যাচের আশাতে ক্রিকেটপ্রেমীরা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।