হিরো আলমকে আশীর্বাদ করলেন অমিত হাসান, একসঙ্গে খেলেন খাবারও!
হিরো আলমকে আশীর্বাদ করলেন অমিত হাসান। এমনকি একসঙ্গে খাবারও খেলেন।
জানা গেছে অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তির আমন্ত্রণে অমিত হাসান ও হিরো আলমকে এসেছিলেন। তাদের দেখা গিয়েছে একই টেবিলে।
সেদিন হিরো আলমকে আশীর্বাদ করেন অমিত হাসান এবং শুভ কামনা জানান মুক্তি। এমনকি দুপুরের খাবারও একসাথে খেলেন তিনজন। কিন্তু হঠাৎ করে এসব কেন?
আরও পড়ুন# ‘মানিকে মাগে হিতে’ গানে হইচই ফেললেন নোরা!
জানা গেলো, গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তির আমন্ত্রণে অংশ নিতে এসেছিলেন হিরো আলম। এখানে হিরো আলম ছাড়া অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে এসেছিলেন অমিত হাসান। অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে আলাপচারিতায় মেতে ওঠে হিরো আলম ও অমিত হাসান। কথায় কথায় এক সময় অমিত হাসান হিরো আলমের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।
মূলত রুমানা ইসলাম মুক্তি ও রুমান আকন মিলে একটি সংলাপের আয়োজন করেন। এই সংলাপের শো’তেই হিরো আলম ও অমিত হাসানকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়।
এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমাকে মুক্তি আপা একটি সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আমার প্রিয় অভিনেতা অমিত হাসান ভাইও ছিলেন। তিনি আমাকে আশীর্বাদ জানিয়েছেন। মুক্তি আপা আমাকে অনেক সম্মান দেখিয়েছেন, আমি কৃতজ্ঞ তার প্রতি।’
জানা গেছে, খুব তাড়াতাড়িই অনুষ্ঠানটি মুক্তির ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।