খেলাধুলাফুটবল

কাতারের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা!

বাহরাইনে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে কাতারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল । শুক্রবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলার যুবারা।

বাছাইপর্ব থেকে দশ গ্রুপ চ্যাম্পিয়ন ও পাঁচ সেরা রানারআপ হওয়া দল খেলবে টুর্নামেন্টের পরের রাউন্ডে। আগের ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও কাতারের বিপক্ষে শূন্য হাতেই মাঠ ছেড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ শেষে পিয়াস নোভাদের পয়েন্ট চার।

আরও পড়ুন: পদ্মাসেতু করতে পারলে কাতারকেও হারাতে পারবো!

এর আগে পদ্মা সেতুর উদাহরণ দিয়ে দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্ট। তাতে বিশেষ লাভ হয়নি। কাতারের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে একেবারেই জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে শক্তিশালী কাতারের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। এমন ম্যাচেই কিনা তিন পয়েন্ট হারাতে হলো তাদের। আগামী ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাহরাইনের শেখ আলী বিন আল খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে কাতারের পক্ষে তিনটি গোলই এসেছে দলের ১৯ নম্বর জার্সিধারী আহমেদ আল রাউয়ির পা থেকে। আর তাতেই বিপাকে বাংলাদেশ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।