খেলাধুলাফুটবল

সাবিনাদের ১০ লাখ টাকা পুরস্কৃত করল সম্মিলিত সাংস্কৃতিক জোট!

সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ১০ লাখ টাকা পুরস্কার দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় শহিদ মিনারে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনাদের এ পুরস্কার প্রদান করে সংস্থাটি।

গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের ফুটবল ইতিহাসের ১৯ বছরের ট্রফি খরা ঘুচিয়ে নারী ফুটবলাররা বাংলাদেশকে এনে দেয় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। নেপালের মাটিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে ছোটনের শিষ্যরা

আরও পড়ুন: বেতন বাড়ছে সাফজয়ী খেলোয়াড়, কোচদের!

মেয়েদের এমন গৌরবময় অর্জনকে বিভিন্নভাবে স্বীকৃতি দিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন সংস্থা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে ১০ লাখ টাকা পুরস্কার দিলো সম্মিলিত সাংস্কৃতিক জোট। এর আগে সোমবার বিকেল থেকে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় নাচ ও গানের মাধ্যমে কৃষ্ণা, সাবিনাদের বরণ করে নেয় সংগঠনটি।

নারী ফুটবলারদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।