ক্রিকেটখেলাধুলা

কোহলিকে পেছনে ফেলে রেকর্ডবুকে রিজওয়ান!

ঘরের মাঠে সাত ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে পাকিস্তান। তবে সেই ম্যাচে ৬৮ রানের এক দারুণ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। আর তাতেই এই ফরম্যাটে বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্রুততম সময়ে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

করাচিতে গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পাকিস্তানের দেয়া ১৫৮ রানের লক্ষ্যা তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। ম্যাচে স্বাগতিকদের একমাত্র প্রাপ্তি ছিল রিজওয়ানের ফিফটি। ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কার মারে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। ম্যাচটিতে মাঠে নামার আগে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৫৭ রান প্রয়োজন ছিল রিজওয়ানের।

আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান!

চলতি বছরে এই ফরম্যাটে আট ইনিংস খেলা রিজওয়ান চারবারই ফিফটির দেখা পেয়েছেন। সব মিলিয়ে ৫২ ইনিংসে ১৭ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৫১.৫৬ গড়ে ২ হাজার ১১ রান করেছেন এই ব্যাটার। তারই মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে।

দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলির লেগেছিল ৫৬ ইনিংস। ২০১৮ সালে ১৫ ফিফটিতে ৪৯.০৭ গড় নিয়ে ২ হাজার ১২ রান করে টি-টোয়েন্টিতে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড গড়েছিলেন কোহলি। তিন বছর পর এই রেকর্ড নিজের দখলে নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২তম ইনিংসে গত বছর এপ্রিলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। ১৮ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৪৭.৩৩ গড়ে সে সময় তিনি করেছিলেন ২ হাজার ৩৫ রান। তখন থেকে টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড তার। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন তারই সতীর্থ মোহাম্মদ রিজওয়ান।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।