কা’টা পড়তে পারে কন্ঠশিল্পী আকবরের পা!

কণ্ঠশিল্পী আকবরের পা কা’টা পড়তে পারে বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা। এই রবিবার (১৮ সেপ্টেম্বর) কানিজ ফাতেমা বলেন, তার পায়ের গোঁড়ালিতে পচন ধরেছে, সেখান থেকে পুরো পায়ে সংক্রমিত হয়েছে। তার চিকিৎসার জন্য ১৮ সদস্য বিশিষ্ঠ চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়েছে, তারা ধারনা করছে পা কে’টে ফেলতে হতে পারে তার।
তিনি আরও বলেন, পায়ে অস্ত্রোপচার করা হয়েছে কিন্তু কিছুতেই রক্তপাত হচ্ছে না সেখান থেকে। রক্তপাত না হলে পা কেটেই ফেলতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই বলে অর্থপোডিক্স বিভাগের ওই বোর্ড জানিয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি, দেখি কী হয়- সব আল্লাহর ইচ্ছা।
আরও পড়ুন# রচনাকে সবার সামনে আদর করতে পারেন প্রসেনজিৎ!
কিডনি নষ্ট হয়ে গেছে উল্লেখ করে বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়ে অথৈ জানিয়েছে, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে।’
এ বিষয়ে কানিজ ফাতেমা বলেন, ‘তার দুটো কিডনিই ড্যামেজ হয়ে গিয়েছে। ডায়ালাইসিস শুরু করা প্রয়োজন। কিন্তু শরীরের যে অবস্থা তাতে করে এখন ডায়ালাইসিস দেওয়া সম্ভব না। তার ডায়াবেটিস বেড়েছে। ডাক্তার জানিয়েছেন, এই মুহূর্তে ডায়ালাইসিস শুরু করলে তার স্ট্রোক হতে পারে। তাই এখন বোর্ড পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে।’
আকবর ভারতেও চিকিৎসা নিয়েছিলেন। সেখান থেকে ভালো হয়ে ফেরার পর মাঝখানে হাঁটতে পারছিলেন না। তারপরে ক্র্যাচে ভর করে হাঁটতেন। হঠাৎ এমন অবস্থার কারণ সম্পর্কে কানিজ ফাতেমা বলেন, ‘কেন এমন হলো বুঝতে পারছি না। ওষুধও চলছিল তার। তবে চিকিৎসকেরা মনে করছেন ডায়াবেটিসের কারণে এটা হঠাৎ করে ঘটেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছিলেন না তিনি।’
জানা যায়, এর আগেও আকবর ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। সে সময় অভিনেতা ডিপজলের সাহায্যে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।