জাতীয়সন্দেশ

ফেসবুকে প্রেম, এরপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তরুণীর!

ময়মনসিংহের নান্দাইলের আলিউর রহমান নামক এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ৬ দিন ধরে অবস্থান করেছে এক তরুণী (১৯)। তরুণী গত মঙ্গলবার (৩০ আগস্ট) হতে প্রেমিক আলিউর রহমানের বাড়িতে অবস্থান করেছেন।

নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের শাহেদ আলীর ছেলে প্রেমিক আলিউর। আলিউর পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি এবং তরুণী তার বাড়িতে আসার পর হতে পলাতক রয়েছেন তিনি।

জানা যায়, একই উপজেলার বাসিন্দা সেই তরুণী এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মতিউর রহমান সেজু। মতিউর রহমান সেজু বলেন, ‘গত ৬ দিন ধরে ওই তরুণী আলিউর রহমানের বাড়িতে অবস্থান করছেন। গত ১ সেপ্টেম্বর এই বিষয় নিয়ে আলিউরের বাড়িতে সালিশও হয়েছিল এবং সেই সালিশে তরুণীকে ৫০ শতাংশ জমি লিখে দিয়ে বিয়ের সিদ্ধান্ত হয়েছিল। তবে, এরপর হতেই নিখোঁজ আলিউর। যার জন্য সমাধান হচ্ছে না বিষয়টির।’

আরও পড়ুন# ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে আটক ৪ মাদক কারবারি!

সেই তরুণীর দাবি অনুসারে, প্রায় ৪ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় আলিউরের সাথে। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্কের সৃষ্টি হয়। এরপর, আলিউর বিয়ের প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে তরুণীর সাথে শারীরিক সম্পর্ক করে।

তরুণী আলিউরকে বিয়ের কথা বললে, তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আলিউর। আর এইজন্যই তিনি বিয়ের দাবিতে বর্তমানে অবস্থান করছেন আলিউরের বাড়িতে।

এই বিষয়ে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবউদ্দিন ভূইয়া বলেন, ‘এই নিয়ে সালিশ হয়েছিল এবং সেই সালিশে ওই তরুণীকে বজমি লিখে দিয়ে বিয়ে করার সিদ্ধান্তও হয়েছিল। তবে, ছেলের বাবা রাজি ছিল না এবং ছেলেও পলাতক। সোমবারের (৫ সেপ্টেম্বরের) মধ্যে যদি ওই তরুণীকে আলীউর বিয়ে না করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।’

এছাড়াও এই বিষয়ে, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ‘কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।