সাফ অনূর্ধ্ব -১৭ চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ লড়বে বাংলাদেশের যুবারা। আজকের ম্যাচে জিতলেই মুর্শেদ, রুবেলরা চলে যাবেন সেমি ফাইনালে।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বড়ো জয় পাওয়ায় বেশ স্বস্তিতে রয়েছেন অনূর্ধ্ব ১৭ দলের ফুটবলাররা। প্রথম ম্যাচের সুন্দর খেলা ও জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় পল স্মলির শিষ্যরা।
আজকের ম্যাচে , মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। দলে কোনো ইনজুরি না থাকায় বেশ স্বস্তিতে আছেন কোচ। তাই পূর্ণ শক্তির এই দলের সবাই ম্যাচ বাই ম্যাচ ভালো খেলবে, এমনটাই আশা পল স্মলির। এদিকে প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল পাওয়ায় রোমাঞ্চিত মুর্শেদ-রুবেলরাও। তারাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
আরও পড়ুন: স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের বিশাল জয়!
প্রথম ম্যাচে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ৫-১ গোলে স্বাগতিক শ্রীলঙ্কাকে এক রকম উড়িয়েই দিয়েছে বাংলাদেশ। যা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে খেলোয়াড়দের।
গত মাসে ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-২০ সাফে অংশ নিয়েছিলো অনূর্ধ্ব-১৭ এর এই দলের বেশিরভাগ ফুটবলার। ম্যাচে হারের সেই ক্ষত এখনো মুছে যায়নি তাদের মন থেকে। এবারে সেই একই ভুল করতে চান না তারা। সেজন্যই সুইমিং, আইসা বাথিং, রানিং সহ নানা রকম শরীরচর্চায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
আজ বিকেল সাড়ে তিনটায় কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে একই ভেন্যুতে সেমি ফাইনালের লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে পল স্মলির শিষ্যরা।