
অনুলিপি ডেস্ক: হারারে স্পোর্টস গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। এই নিয়ে টানা দুই ম্যাচে টস জিতল স্বাগতিকরা। বাংলাদেশের নুতন অধিনায়ক নুরুল হাসান সোহান এবারও টস জিততে পারলেন না।। বিকাল ৫টায় মাঠে গড়াবে খেলা।
আরও পড়ুন: টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক স্পিনার!
সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরে গিয়েছে বাংলাদেশ। বাজে বোলিংয়ের কারণে আগে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ধীরগতির ব্যাটিংয়ে ১৮৮ রানের বেশি করতে পারেনি তরুণদের নিয়ে গঠিত বাংলাদেশ। আজ সিরিজে ফিরতে হলে দুই বিভাগেই উন্নতি করতে হবে নুরুল হাসান সোহানের দলকে।