পাকা চুল কালো করার তিন উপায়
বর্তমানে অনেক যুবক-যবতীরা কালো চুল সাদা হয়ে যায়। তা নিয়ে দুশ্চিন্তা ও টেনশনে ভুগছেন যুবক-যুবতী। এই সাদা চুলকে কালো চুল করার জন্য বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেন তারা। এই প্রোডাক্ট কয়েকদিন ব্যবহার করলে কালো থাকে আবার সাদা হয়ে যায়। আজকে আমরা এমন তিনটি উপাদানের নাম বলবো যা আপনার পাকা চুল মিনিটে কালো করে দেবে।
১.চুল কালো করতে ঝিঙে তিন দিন নারকেল তেলে ভিজিয়ে রাখুন। এই তেল ফোটাতে থাকুন যতক্ষণ না কালো হয়ে যায়। এই কালো জিনিস চুলে মাসাজ করুন। এক ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেলুন।এভাবে আপনি এক সপ্তাহ ব্যবহার করলে আপনার পাকা চুল কালো হয়ে যাবে।
২. নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়। এটি চুলের প্রাকৃতিক রঙ বজায় রাখতে এবং চুলের ধূসর হওয়ার প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। পাশাপাশি, লেবুর রস খুশকির সমস্যা কমাতে সাহায্য করতে পারে, যা চুল এবং মাথার ত্বক উভয়ই সুস্থ রাখে। দুই টেবিল চামচ নারকেল তেল। দুই টেবিল চামচ লেবুর রস ।লেবুর রস দিয়ে নারকেল তেল হালকা গরম করুন। এবার এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে লাগান। 30 মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন।
আরো পড়ুন: সত্যিই কি বারবার ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়?
৩.সাদা চুল কালো করতে আলু বেশ কার্যকরী একটি উপাদান। আলুর খোসাগুলোতে স্টার্চ থাকে, যা চুলে রঙিন রঞ্জক ধরে রাখে এবং চুলকে সাদা হওয়া হতে রোধ করে। ৫-৬টা আলুর খোসা,দুই কাপ পানি। চুলায় একটি পাত্রে দুই কাপ পানিতে আলুর খোসাগুলো দিয়ে দিন। এবার পানি না ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। জ্বাল হয়ে গেলে নামিয়ে ফেলুন।চুল শ্যাম্পু করার পর আলুর খোসার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আলুর খোসা পানি ব্যবহারের পর আর পানি ব্যবহার করবেন না। এটি সপ্তাহে দুইবার চুলে ব্যবহার করুন।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।